প্রশ্ন : সত্য কি!?? একজনের কাছে যা সত্য অন্যজন তাকে অসত্য বলে এই প্রেক্ষিতে সকল পরিস্থিতিতে বা সকলের জন্য সত্যের সংজ্ঞা কি? 🙏পূজ্যপাদ তদ্রুপানন্দজী মহারাজ 🙏 সত্য দুই প্রকার,,,আপেক্ষিক সত্য আর নিত্য সত্য,,,আবার আপেক্ষিক সত্যকেও সত্য তখন বলা হয়,,,যখন তা নিত্য সত্যকে কেন্দ্র করে বারবার আবর্তিত হতে থাকে,,,কিন্তু তা অনিত্য,,,তাই আপেক্ষিক,,,। কারণ তার লয় ক্ষয় আছে,,,। একমাত্র যা অব্যয় অক্ষয় অপরিণামি এবং বিকাররহিত,,,তাই নিত্য ,,, তাই সত্য,,,এক কথায় একমাত্র ঈশ্বরই সত্য,,,বাকি সব অনিত্য,,,। নিত্য সত্যকে কেন্দ্র করেই,,,বাকি সব কিছু আবর্তিত হচ্ছে,,,যেমন জগৎ,,,। আর জগৎ প্রত্যক্ষ,,,। তাই আমাদের কাছে তা সত্য বলে প্রতীত হচ্ছে,,,। কারণ আমরা অজ্ঞান অবস্থায় আছি,,,যেমন স্বপ্নাবস্থা,,,। যতক্ষণ স্বপ্ন দেখছি,,,মনে হচ্ছে সত্যি,,,। ঘুম ভাঙলে দেখছি তা মিথ্যা ছিল,,,। তেমনি নিত্য বস্তুর জ্ঞান লাভ হলে,,,আমরা দেখবো,,,আজকে যা সত্যি বলে ভাবছি,,,তা অজ্ঞান জনিত মোহ,,, এই অজ্ঞানান্ধকার দূর হলে দেখবো,,,একমাত্র ঈশ্বরই সত্য,,,আর সব অনিত্য,,,।