Skip to main content

Posts

Showing posts from July, 2024
 প্রশ্ন :  সত্য কি!?? একজনের কাছে যা সত্য অন্যজন তাকে অসত্য বলে এই প্রেক্ষিতে সকল পরিস্থিতিতে বা সকলের জন্য  সত্যের সংজ্ঞা কি? 🙏পূজ্যপাদ তদ্রুপানন্দজী মহারাজ 🙏 সত্য দুই প্রকার,,,আপেক্ষিক সত্য আর নিত্য সত্য,,,আবার আপেক্ষিক সত্যকেও সত্য তখন বলা হয়,,,যখন তা নিত্য সত্যকে কেন্দ্র করে বারবার আবর্তিত হতে থাকে,,,কিন্তু তা অনিত্য,,,তাই আপেক্ষিক,,,। কারণ তার লয় ক্ষয় আছে,,,। একমাত্র যা অব্যয় অক্ষয় অপরিণামি এবং বিকাররহিত,,,তাই নিত্য ,,, তাই সত্য,,,এক কথায় একমাত্র ঈশ্বরই সত্য,,,বাকি সব অনিত্য,,,। নিত্য সত্যকে কেন্দ্র করেই,,,বাকি সব কিছু আবর্তিত হচ্ছে,,,যেমন জগৎ,,,। আর জগৎ প্রত্যক্ষ,,,। তাই আমাদের কাছে তা সত্য বলে প্রতীত হচ্ছে,,,। কারণ আমরা অজ্ঞান অবস্থায় আছি,,,যেমন স্বপ্নাবস্থা,,,। যতক্ষণ স্বপ্ন দেখছি,,,মনে হচ্ছে সত্যি,,,। ঘুম ভাঙলে দেখছি তা মিথ্যা ছিল,,,। তেমনি নিত্য বস্তুর জ্ঞান লাভ হলে,,,আমরা দেখবো,,,আজকে যা সত্যি বলে ভাবছি,,,তা অজ্ঞান জনিত মোহ,,, এই অজ্ঞানান্ধকার দূর হলে দেখবো,,,একমাত্র ঈশ্বরই সত্য,,,আর সব অনিত্য,,,।
  আজ পবিত্র ঁশ্রীগুরুপূর্ণিমা। ঁশ্রীগুরুশিরোমণি পূজ্যপাদ শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস মহামুনির শ্রীচরণকমলে আমার আভূমি প্রণাম। ঁযিনি সনাতন দর্শনের স্তম্ভ- ঁবেদের জ্ঞানের গহন গভীরতাকে নতুন রূপে বিন্যাস করলেন আপামরের জন্য। ঁতাঁর কৃত পুরাণ, মহাভারত প্রভৃতি শাস্ত্রগ্রন্থের মাধ্যমে আমরা জানলাম আমার  গৌরবোজ্জ্বল উত্তরাধিকার যা তাঁর সৃষ্ট ঐতিহাসিক ঐতিহ্য - সংস্কৃতি - সভ্যতা ও জ্ঞান সমন্বিত অমরগাঁথার মধ্যে ছড়িয়ে আছে। অন্ধকার থেকে আলো পথে চলার যষ্ঠীটা চিরকালীনভাবে প্রজন্মের পর প্রজন্মের হাতে দিয়ে গেলেন সেই পরম ঁশ্রীগুরুদেব । আমরা অকিঙ্চন - তাঁর চরণে  দেবার মতো কি আছে আমাদের!!?? শুধুমাত্র শাস্ত্রগ্রন্থে  "শ্রদ্ধা"- "বিশ্বাস" ও তার অন্বেষণের জন্য,, সৎ ভাবে  সত্যের সাথে যতোটুকু পারি  "আত্মনিবেদন"- এই তিনের আত্যন্তিক চেষ্টার মাধ্যমে,, আমরা আজ ঁতাঁকে প্রকৃত ঁগুরুপ্রণাম করি । ঁতাঁরই দেখানো পথে সেই সুদূর অতীত থেকে আজ পর্যন্ত যে গুরু - আচার্য্যেরা আমাদের সকল ভুল দোষত্রুটি সংশোধন করে,, আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন আলোর দিকে,, তাঁদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম। ভালোমন্দ মিশানো য...